নিয়োগ বিজ্ঞপ্তি
“বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১” আমরুলবাড়ী উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ বদরগঞ্জ, উপজেলাঃ বদরগঞ্জ, জেলাঃ রংপুর এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত করা যাচ্ছে ।
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বয়স | বেতন গ্রেড ও বেতন ক্রম |
| ০১ | অফিস সহায়ক (৪র্থ শ্রেণির কর্মচারী) | ০১ | যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জেএসসি/জেডিসি/সমমান পাশ | অনুর্ধ্ব ৩৫ বছর | গ্রেড-২০ ও টাকা ৮২৫০-২০০১০ |
| ০২ | পরিচ্ছন্নতাকর্মী ৪র্থ শ্রেণির কর্মচারী) | ০১ | যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জেএসসি/জেডিসি/সমমান পাশ | অনুর্ধ্ব ৩৫ বছর | গ্রেড-২০ ও টাকা ৮২৫০-২০০১০ |
| ০৩ | আয়া ৪র্থ শ্রেণির কর্মচারী) | ০১ | যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জেএসসি/জেডিসি/সমমান পাশ | অনুর্ধ্ব ৩৫ বছর | গ্রেড-২০ ও টাকা ৮২৫০-২০০১০ |
১। আবেদনকারীকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে ।
২। ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র, অভিজ্ঞগতার সনদ (যদি থাকে) এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন পূর্বক আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।
৩। আবেদনকারীকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর সোনালী ব্যাংক পিএলসি, বদরগঞ্জ শাখার অনুকুলে সকল পদের জন্য ৫০০/-(পাঁচ শত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।
৪। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অথবা আগামী ০৮/০৪/২০২৪ খ্রি. তারিখ বিকাল ৪.০০ টার (অফিস চলাকালীন সময়ে) মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে।
৫। বিলম্বে কোন আবেদন গ্রহন করা হবে না ।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
আমরুলবাড়ী উচ্চ বিদ্যালয়
ডাকঘর ও উপজেলা ঃ বদরগঞ্জ
জেলা ঃ রংপুর।